হোম > বিনোদন > সিনেমা

‘এসবে আমার কিছু যায়-আসে না’, বিয়ে নিয়ে ট্রলের জবাবে পরমব্রত

সব জল্পনা সরিয়ে গত মাসে কাগুজে বিয়ে সারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে বেশ চর্চা। হয়েছে নানা ধরনের ট্রল-মিম। এই বিয়ের ঘটনায় নেটিজেনদের তোপের মুখে পড়েন পরম-পিয়া। সবখানে প্রশ্ন, এমনটা কী করে করলেন তাঁরা? এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া—এমন কথাও ছড়িয়েছিল। তবে পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি তিনি। বরং সব সময় এড়িয়েই গেছেন। অনুপম-পিয়ার বিচ্ছেদের দু’বছর পর পরমব্রতর সঙ্গে পিয়ার বিয়ে যেন আলোচনার জন্ম দিয়েছে।

মধুচন্দ্রিমা চলাকালীন এ বিষয়ে একটি সাময়িক পত্রিকার সঙ্গে কথা বলেছেন পরমব্রত। সে সাক্ষাৎকার তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। বরাবরই অকপট পরমব্রত কোনো কিছু নিয়েই খুব একটা রাখঢাক রাখেন না কখনোই। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে যে তিনি খুব একটা সক্রিয় নন, সে কথাও সবার জানা। তবে নিজেকে এতটুকু জাস্টিফাই করতে চাননি অভিনেতা।

বরং, একেবারে স্পষ্ট করে বলেছেন, ‘সম্পর্ক নিয়ে মানুষ সব সময় যেভাবে ভাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনো সম্পর্কের মাপকাঠি সোশ্যাল মিডিয়া কখনোই হতে পারে না। তাই তাদের দৃষ্টিভঙ্গি কী এসবে আমার কিছু যায়-আসে না।’

অভিনেতা আরও জানান, এই পুরো বিষয়ে যে কটা নাম জড়িয়েছে অনুপম, ইকা বা পিয়া তাঁরা সকলেই আমার আপনজন। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাই সেই সম্মান বজায় রাখাটা বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর জন্যই ভীষণভাবে জরুরি। তবে সম্পর্কে সম্মান থাকা প্রয়োজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না।

এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম নিউজ ১৮ ’র সঙ্গে বিয়ের পরের অভিজ্ঞতা শেয়ার করেছেন পরম। তিনি বলেন, ‘বিয়ের পর এমন একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি যা বলে বোঝানোর নয়। একদিকে যেমন শুভকামনা ও আমাদের বিবাহিত জীবন সুখী হওয়ার শুভেচ্ছা আসছে, অন্যদিকে ট্রলিংয়ের বন্যা বয়ে যাচ্ছে। নানা ধরনের নানা রকমের ট্রলিং।

পরমব্রত আরও বলেন, ‘কী করব, কী বলব, ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আমি ট্রলিং ফলো করি না এবং সেই সময়ও আমার নেই। তবে কাছের মানুষদের কাছ থেকে, বন্ধুবান্ধবদের কাছ থেকে সেগুলো শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝাতে পারব না। আবার বহু প্রিয় মানুষ, বন্ধুবান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে গেল। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো সময় কাটিয়েছি। সবেমাত্র ফিরেছি। তবে সবকিছুকেই আমি খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।’

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান