অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে সেই গুঞ্জনের এখনো সত্যতা পাওয়া যায়নি। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরু করেছেন শোয়েব। তৃতীয়বারের মতো বিয়ে করেছেন পাকিস্তানের অলরাউন্ডার।
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তিনি বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি। বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে পবিত্র কোরআন শরিফের আয়াত উদ্ধৃত করেছেন পাকিস্তানি অলরাউন্ডার, লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ এর পর থেকেই সবার কৌতূহলের কেন্দ্রে রয়েছেন সানা জাভেদ।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে টিভি সিরিয়াল ‘শেহর-ই-জাত’-এ ‘মরিয়াম’ চরিত্রে অভিনয় দিয়ে তাঁর পথচলা শুরু। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করে অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ।