হোম > বিনোদন > সিনেমা

সালমানের নতুন ছবির ফার্স্ট লুক

মাথায় ঝাঁকড়া চুল, হাতে লোহার রড, চোখে কালো চশমায় এ কোন সালমান! ভাইজানের নতুন লুকে বেজায় চমকে গেছেন ভক্তরা। স্থানীয় সময় গতকাল শনিবার আপকামিং সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন সালমান খান। 

বলিউড হাঙ্গামা জানায়, নতুন লুকের ছবি শেয়ার করে সল্লু ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো...।’ যদিও কোন সিনেমার শুটিং, তা উল্লেখ করেননি সালমান। তবে ভক্তদের জানতে বাকি নেই সিনেমার নাম। ভাইজানের আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা সব সময়ই তুঙ্গে। বছরের শুরুতেই ঘোষণা এসেছিল, সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আসতে চলেছে। 

এর আগে অভিনেত্রী পূজা হেগড়ে জানান, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পূজাও তাঁর ইনস্টাগ্রামে সালমানের ব্রেসলেট পরে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান শুটিং শুরুর কথা। 

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের এই সিনেমা। সালমানের নতুন লুক জানান দিচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ হতে যাচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমায় থাকতে পারেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল। 

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ