হোম > বিনোদন > সিনেমা

স্থগিত হলো বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

চলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত করে ২৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির ৮(ঘ) নং শর্তে বর্ণিত প্রযোজকের আর্থিক সক্ষমতা, অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা আছে মর্মে প্রত্যয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। এ ছাড়া অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’

২১ এপ্রিল চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীরা জানান, একজন ক্ষুদ্র জনগোষ্ঠীর নির্মাতা, তরুণ, নবীন কিংবা প্রান্তিক নির্মাতার পক্ষে এই আর্থিক প্রমাণপত্র জমা দেওয়া প্রায় অসম্ভব। প্রতিভাবান অনেক নির্মাতা চমৎকার চিত্রনাট্য থাকা সত্ত্বেও অর্থের অভাবে অনুদানের আবেদন করতে পারছেন না।

প্রজ্ঞাপনে উপরিউক্ত নিয়ম তুলে নেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে সরকারি অনুদানে চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার সময়। পূর্বঘোষণা অনুযায়ী ২২ এপ্রিল ছিল কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ। নতুন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, অনুদানের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল পর্যন্ত। ২০২8-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২ ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২ চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে।

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব