হোম > বিনোদন > সিনেমা

কী নিয়ে নিশোর সিন্ডিকেট

বিনোদন প্রতিবেদক

চলতি বছরের দ্বিতীয় দিনে চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার।

এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৮ মিনিট ৫৬ সেকেন্ডের একটি লাইভও করেছিলেন নিশো। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটছেন। তিনি জানিয়েছিলেন, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।

সেই ঘটনার কারণ জানা গেলো এতো দিন পর। শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’ সিরিজের অফিসিয়াল টিজার ২৭ জুন প্রকাশ করা হয়েছে চরকির ফেসবুক পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে, আফরান নিশোর একদম নতুন লুক। এই কাজটির জন্যই নিশো নিজেকে এমনভাবে প্রস্তুত করছিলেন। কেননা এই চরিত্রে নিশোকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত।

গত বছরের মরীচিকা  সিরিজটির সাফল্যের পর এ বছর শিহাব শাহীন চরকির দর্শকদের জন্য আনছে সিন্ডিকেট। এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আফরান নিশোকে নিয়ে আবার জুটি বেঁধেছেন পরিচালক। তারকাবহুল এই সিরিজে নিশোর সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণ, নাজিফা তুষিসহ আরও অনেককে।

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম