সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।