হোম > বিনোদন > বলিউড

রণবীর-দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ খান

৮ সেপ্টেম্বর বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এসেছে নতুন অতিথি। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। বৃহস্পতিবার মধ্যরাতে রণবীর-দীপিকার মেয়েকে দেখতে হাসপাতাল ছুটে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান।

অনস্ক্রিন জুটি হিসেবে শাহরুখ ও দীপিকা যেমন সুপারহিট, তেমনি পর্দার বাইরেও এই জুটির দারুণ বন্ধুত্ব। দীপিকার সন্তানকে দেখতে গিয়ে সেটাই আবার প্রমাণ করলেন শাহরুখ। হাসপাতালে ঢোকা বা বের হওয়ার সময় অভিনেতা গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও হাসপাতালের সামনে শাহরুখের গাড়ি থেকে নামার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শাহরুখের আগে মুকেশ আম্বানিও গিয়েছিলেন দীপিকা ও মেয়েকে দেখতে। তবে এখনো মেয়ের কোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি বাজিরাও-মাস্তানি জুটি।

কন্যা সন্তানের আগমনে খুশির হাওয়া দীপবীরের জীবনে। জানা গেছে, হাসপাতালে কয়েক দিন থাকার পর দীপিকা ও তাঁর নবজাতককে খুব শিগগির ছেড়ে দেওয়া হবে। স্ত্রী ও কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন বাবা রণবীর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি।

সন্তান জন্মের আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। এর আগে বেবি বাম্পের ফটোশুটের ছবি শেয়ার করে তাক লাগান দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দীপিকা।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের