কয়েক দিন আগেই প্রিয়াঙ্কার এক সাক্ষাৎকার নিয়ে তুলকালাম হয়ে গেছে। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। প্রচণ্ড রাগ ও ক্ষোভ থেকেই বলিউড ছেড়েছেন।
সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা রানাউতসহ অনেকেই তখন করণ জোহরের নাম উল্লেখ করে বলেছিলেন, প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছিলেন করণ।
গতকাল শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে জড়ো হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বলিউড তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানেই হাজির হয়ে সবাইকে অবাক করে দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই এক হাত নিয়েছেন প্রিয়াঙ্কাকে। অনেকেই তাঁকে ‘সস্তা স্টান্টবাজি’ ছেড়ে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই মনে করছেন, ভারতে আসার আগে নিজেকে আলোচনায় আনার জন্যই এগুলো করেছেন প্রিয়াঙ্কা।
বলিউডে ক্যারিয়ারের শীর্ষে অবস্থানের সময়ই হিন্দি সিনেমার জগৎ ছেড়ে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়েছিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানেই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।