ঢাকা: এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন হৃত্বিক রোশনের একজন ফ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল, স্বয়ং হৃত্বিকও এই গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কিছুদিন আগেই ‘কৃষ’-এর মুক্তির পনেরো বছরের পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ৪’ এর কথা ঘোষণা করেছেন হৃত্বিক রোশন। টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃষ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃষ’ এবং ‘কৃষ ৪’ শব্দেরও ব্যবহার করেছেন তিনি।
এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন একজন ফ্যান। অবশ্য মজা করে তাঁর লেখা সেই গল্পের প্লট পড়ে ইতিমধ্যেই প্রশংসা জানিয়েছে অনেকে। ওই পোস্টের লাইকের সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তবে টুইট করে ওই লেখকের দাবি মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তিনি ‘কৃষ ৪’ এর গল্প লিখেছেন। ভিনগ্রহের প্রাণী থেকে টাইম ট্র্যাভেল থেকে কী জায়গা পায়নি তাঁর লেখা ওই গল্পের প্লটে। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘প্রিয়া’ চরিত্রটিকেও সুচারুভাবে সুপারপাওয়ার দিয়েছেন। তা ওই ব্যক্তি কী গল্প লিখেছেন ‘কৃষ ৪’-এর?