হোম > বিনোদন > বলিউড

আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা: নাসির উদ্দিন শাহ

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।

সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’

বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’

নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো