হোম > বিনোদন > বলিউড

নোলানের সিনেমা আমি বুঝি না: মনোজ বাজপেয়ি

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনীত শততম সিনেমা ‘ভাইয়াজি’। তারই প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক পডকাস্টে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, হলিউড অভিনেতা ক্রিস্টোফার নোলানের কোন সিনেমাটি তাঁর পছন্দের এবং কেন? উত্তরে মনোজ জানালেন, নোলানের সিনেমা বোঝেন না তিনি!

মনোজের কথায়, ‘সত্যি কথা বলতে, আমি নোলান এবং তাঁর সিনেমা বুঝি না। সব সময় তাঁর সিনেমার কনসেপ্ট বুঝতে ভীষণ সংগ্রাম করি। তবে এর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টায় অনেক পড়াশোনা করেছি। সত্যি বলতে, আমি ওপেনহাইমার সিনেমাও বুঝিনি!’

মনোজ আরও বলেন, ‘নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে “ডানকার্ক” নামে একটি যুদ্ধের সিনেমা নির্মাণ করেছিলেন। যুদ্ধের ধারণা আমাকে সব সময় বিরক্ত করে। “এলওসি কারগিল” সিনেমায় অভিনয়, আমার কাছে সত্যিই কঠিন ছিল। মানুষ মারা যাচ্ছে, আবার একে অপরকে হত্যা করছে! সত্যিই এটা অত্যন্ত বিরক্তিকর ও নির্মম এক বাস্তবতা’।

উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পার করেছেন মনোজ বাজপেয়ি। ‘ভাইয়াজি’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের শততম ছবি। বক্স অফিস থেকে সিনেমাটি প্রথম দিন আয় করেছে ১ কোটি ৩ লাখ রুপি। অপূর্ব সিংহ করকি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—ভিপিন শর্মা, যতীন গোস্বামী, আকাশ মাখিজা প্রমুখ।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো