মুক্তির দিন থেকেই জমজমাট ব্যবসা করছে রহস্য-রোমাঞ্চে ভরপুর বলিউডের ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। এ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রির তারকা হিসেবে আবির্ভূত হলেন কার্তিক আরিয়ান।
২০ মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’। ভারতজুড়েই দারুণ ব্যবসা করছে এ হরর কমেডি। মাত্র ৮ দিনেই ছাড়িয়ে যায় ১০০ কোটির ঘর।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমর খবরে জানা যায়, বক্স অফিসে এরই মধ্যে ১৫০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে অনীস বাজমী পরিচালিত ‘ভুলভুলাইয়া টু’। ধারণা করা হচ্ছে শিগগিরই ১৭৫ কোটির ঘরে প্রবেশ করবে ছবিটি। ‘ভুলভুলাইয়া টু’ সাফল্যের দৌড়ে হারিয়ে দিয়েছে এ বছরের বাকি সব হিন্দি ছবিকে।
আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে ভালো করছে সিনেমাটি।