আলিয়া মা হতে চলেছেন সুখবর দেওয়ার পর থেকেই আলোচনায় হবু বাবা রণবীর কাপুর। আপকামিং ছবি ‘শামশেরা’র প্রথম গানে শিশুদের সঙ্গে পা মেলাতে দেখা গেছে অভিনেতাকে। এ ছাড়া নতুন এক সাক্ষাৎকারে রণবীর বললেন, বাচ্চাদের সঙ্গে তাঁর সখ্যর কথা।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের পক্ষ থেকে রণবীরকে প্রশ্ন করা হয়, তিনি বাচ্চাদের সঙ্গে কতটা ভালো? উত্তরে রণবীর বলেন, ‘আমার তো মনে হয় আমি বাচ্চাদের সঙ্গে বেশ ভালো। আমার দুই ছোট কাজিন আরমান আর আদরের (রণবীরের পিসি রিমা কাপুরের দুই সন্তান) বড় হয়ে ওঠার সময় ওরা তো আমার লেজুড় ছিল। আমি যেখানে যেতাম, ওরা পিছু পিছু যেত। আমার কথা খুব মানত। মনে হয় ওদের সঙ্গে ভালোই ছিলাম।’
গত সোমবার (২৭ জুন) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।