হোম > বিনোদন > বলিউড

এবার সিলিং ফ্যান নিয়ে সানি দেওলের অ্যাকশন

ট্র্যাক্টর, টিউবওয়েল কিংবা ল্যাম্পপোস্ট নিয়ে অ্যাকশন করতে দেখা গেছে বলিউড অভিনেতা সানি দেওলকে। এবার তাঁকে অ্যাকশন করতে দেখা যাবে সিলিং ফ্যান নিয়ে। আজ সানি দেওলের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘জাট’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেই পোস্টারে সানিকে দেখা গেল, রক্তাক্ত অবস্থায় একটি বিশাল সিলিং ফ্যান ধরে রেখেছেন। 

ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন সানি দেওল। ক্যাপশনে লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনের সঙ্গে, ম্যাসিভ অ্যাকশনের জন্য সারা দেশেই তার অনুমতি আছে।’ 

জাট পরিচালনা করছেন তেলুগু নির্মাতা গোপীচাঁদ মালিনেনি। এক্সে জাট সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে সানি দেওলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোপীচাঁদ লিখেছেন, ‘শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার সানি দেওলজি। আপনার সঙ্গে কাজ করতে পেরে এবং আপনাকে জাট হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। এমন সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ 

পোস্টার প্রকাশের পর প্রিয় অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন সানি দেওলের ভক্তরা। বিপরীত চিত্রও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সানির হাতে সিলিং ফ্যান দেখে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘তাঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’ কেউ বলছেন, সিনেমার পোস্টারের মান ভালো হয়নি। 

জাট সিনেমায় আরও আছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের প্রমুখ। হায়দারাবাদে চলছে শুটিং। পোস্টার রিলিজ হলেও সিনেমার গল্প নিয়ে এখনও কোনো কথা বলতে রাজি নন নির্মাতা। 
আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং