হোম > বিনোদন > বলিউড

বিরতি থেকে ফিরতে ফোন করে কাজ চাইতেন সুস্মিতা সেন

একটা সময় অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন সুস্মিতা সেন। কিন্তু যখন তিনি ফিরে আসতে চান, তখন কাজ চাইতে সংকোচ বোধ করেননি। একাধিক ব্যক্তিকে ফোন করে কাজ চাইতেন সুস্মিতা।

সম্প্রতি ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুস্মিতা সেন। তাঁর কথায়, তিনি একাধিক ওটিটি প্ল্যাটফর্মের প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান।

অভিনেত্রী বলেন, ‘আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার কাজে ফিরতে চাই এবং কাজ করতে চাই।’

কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায়, আরও ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে।

উল্লেখ্য, সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া ৩’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এ বছর শুরুর দিকে মুক্তি পাওয়া ‘তালি’ ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এতে রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা।

বিরতি নেওয়ার আগে সুস্মিতা সেনকে টালিউডের সিনেমা ‘নির্বাক’-এ দেখা গিয়েছিল। এরপর ২০২০ সালে তিনি আরিয়া ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র