হিন্দি চলচ্চিত্রের মান ক্রমেই নিচের দিকে নামছে বলে মনে করেন বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অমিতাভ বচ্চনের শাহেনশাহ মুক্তির পর ‘বলিউডের গল্প বলার ধরন খেই হারিয়েছে’ এবং শাহরুখ খান ও করণ জোহর হিন্দি সিনেমাকে বিপথে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অমিতাভ বচ্চনের শাহেনশাহর পর হিন্দি সিনেমা আর কোনো দিন প্রকৃত গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ধ্বংসাত্মক পথে নিয়ে গেছে। আমি মনে করি, আসল ও সত্য গল্প বলাটা খুব জরুরি।’
তবে বিবেকের এই কথায় রীতিমতো চটেছে শাহরুখ ভক্তরা। অনেকেই বিবেকের সঙ্গে তুলনা টেনেছেন কঙ্গনা রানাউতের। একজন নেটিজেন লেখেন, ‘এ তো পুরো লেডি কঙ্গনা রানাউত।’ অনেকেই আবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দেন বিবেককে। আরেকজন লিখেছেন, ‘নিজে তো প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, অন্যকে নিয়ে আবার বড় বড় মন্তব্য কিসের?’
এই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয়েছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি দাবি তোলেন পাঠানের গানের নাচ ‘অশ্লীল’ এবং এই ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক আগামীতে নিয়ে আসছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। আগামী ২৮ সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। তাঁর হাতে রয়েছে ‘দ্য দিল্লি ফাইলস’-এর মতো ছবি।