তিন বছর বিরতির পর পর্দায় ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাও আবার ২২ গজে বল হাতে ছুটতে দেখা যাবে তাঁকে। আনুশকার নতুন সিনেমার নাম ‘চাকদা এক্সপ্রেস’। সিনেমাটি ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রস্তুতি নিয়ে ছবি শেয়ার করেছেন আনুশকা। ছবিতে দেখা যায়, বোলিং করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘গ্রিপ বাই গ্রিপ’। মা হওয়ার পর আনুশকা শর্মা এই সিনেমা দিয়েই ফিরেছেন পর্দায়।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সিনেমাটির জন্য ৩০ দিনের শুটিং চলবে যুক্তরাজ্যে। সিনেমাটি পরিচালনা করছেন প্রসিত রায়। এটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।