হোম > বিনোদন > বলিউড

সাবেকী ঢঙে জ্যাকুলিন ফার্নান্দেজ

ভারতের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসবের একটি ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবের এবারের আসরে যোগ দেওয়ার কথা রয়েছে বলিউডের অনেক তারকার। এই আয়োজনেরই এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জ্যাকুলিন।

জ্যাকুলিন ফার্নান্দেজ এদিন নীল শাড়ি পরেছিলেন। সঙ্গে লম্বা বেণীতে অনেকটা সাবেকী ঢঙে সেজেছিলেন।

সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার চার্জশিটেও নাম উঠেছে তাঁর। গত বছরজুড়েই আদালতে দৌড়ঝাঁপ করতে হয়েছে এই বলিউড অভিনেত্রীকে। এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও।

সম্প্রতি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে সুকেশ বলেন, ‘আমি আর জ্যাকুলিন গভীর সম্পর্কে ছিলাম। তাই নোরাকে সব সময়ই এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু ও আমাকে বারবার ফোন করে বিরক্ত করত। বিভিন্ন ধরনের সাহায্যও চাইত আমার কাছে।’

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ যেখানে এই মামলা থেকে নিষ্কৃতি পেতে চাচ্ছেন, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে পরিস্থিতি আরও জটিল করে যাচ্ছেন সুকেশ। 

ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে থাকলেও অভিনয়ে অনেকটা নিয়মিত জ্যাকুলিন। সবশেষ তাঁকে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমায়।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের