শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছে বলিউড। আর সিরিজ মানেই তো ওটিটি। দর্শকদের এই চাহিদা মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। এই প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ সিরিজ। তবে বেশির ভাগই জনপ্রিয় সিরিজের নতুন সিজন।
অজয় দেবগন, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সাইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’। শুধু তাই নয়, ডিজনি হটস্টারের ‘রুদ্র’ সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অজয় দেবগন।
আরও রয়েছে কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মারিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’। রয়েছে সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘এস্কেপ লাইভ’। টিসকা চোপড়ার ‘ফেয়ার ১.০’ এবং ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ও সামনে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।