হোম > বিনোদন > বলিউড

অমিতাভ বচ্চন শুটিংয়ে আহত 

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। শুটিং সেটে পাঁজরে আঘাত পেয়েছেন তিনি। অভিনেতার বরাত দিয়ে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অমিতাভকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। 

সংবাদটি নিশ্চিত করে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘শুটিংয়ে আঘাত পেয়েছি। আমার পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। তাই শুটিং বাতিল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েছি হায়দরাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথা আছে। নড়তে এবং নিঃশ্বাস নিতে ব্যথা লাগে। কয়েক সপ্তাহ লাগবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে। ব্যথার ওষুধও দেওয়া হয়েছে।’ 

‘প্রজেক্ট কে’ পরিচালনা করছেন পরিচালক নাগ অশ্বিন। প্রযোজনা করেছে বৈজয়ন্তী মুভিজ। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবিটি একই সঙ্গে তেলুগু ও হিন্দি ভাষায় নির্মাণ করা হচ্ছে।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং