হোম > বিনোদন > বলিউড

বাবার এক বছরের মাথায় মা হারালেন মনোজ বাজপেয়ী

বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, মায়ের মৃত্যুতে অভিনেতার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বলা হয়, ‘গীতা দেবীই ছিলেন মনোজ বাজপেয়ীর শক্তি। তিন ছেলে আর তিন মেয়েকে রেখে গেলেন গীতা দেবী।’ 

গতকাল বুধবার মনোজ বাজপেয়ীর ‘বান্দা’ শিরোনামে পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা এসেছে। গতকালই চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব সিং কারকি। ছবিটি প্রযোজনা করেছেন কমলেশ ভানুশালী, আসিফ শেখ এবং বিশাল গুরনানি। 

সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো