বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ।
সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।