ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জেরিন। হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে এখনো জেরিনের সারা শরীরে ব্যথা এবং জ্বর রয়েছে।
গতকাল বুধবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই নিজের স্বাস্থ্যের খবর সবাইকে জানিয়েছিলেন জেরিন।
জেরিন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তীব্র জ্বর আর, সারা শরীরে ব্যথা ছিল। পরে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তবে এখন তিনি কিছুটা সুস্থ আছেন।
প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। সুপারহিট বলিউড সিনেমা ‘হাউসফুল ২ ’-তেও অভিনয় করেন তিনি। পরে জেরিন ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজা তুম হো’ সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।