হোম > বিনোদন > বলিউড

‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ

লম্বা বিরতির পর পরিচালনায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা করণ জোহর। চলতি বছরের শুরুর দিকেই শেষ হয় তাঁর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৃশ্যধারণ। আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। ২০১৬ সালের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পর করণের পরিচালনায় সিনেমা মুক্তি পেতে চলেছে। করণ জোহরের ৫১ তম জন্মদিন প্রকাশ করা হয় ফার্স্ট লুক পোস্টারটি। 

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় রচিত, ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গতকাল সিনেমাটির একঝলকের একটি ভিডিও প্রকাশ করা হয় করণের ইনস্টাগ্রামে। ভিডিওটিতে তাঁর প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘মাই নেম ইজ খান’ (২০১০) এবং ‘এ দিল হ্যায় মুশকিল’ (২০১৬) সহ বেশ কয়েকটি সিনেমার ঝলকও জুড়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘পরিচালকের চেয়ারে বসার পর ম্যাজিকাল ২৫টা বছর পার হয়ে গেল। আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি… আগামীকাল আমার হৃদয়ের আরেকটা টুকরো আপনাদের দেখাব। এমন এক গল্প যার পরেতে পরতে প্রেম। আপনাদের সঙ্গে উদ্‌যাপন করব আমার এবারের জন্মদিন।’

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের