হোম > বিনোদন > বলিউড

বিতর্কের মাঝে চমকে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়ার পর আলোচনার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। দীপিকাকে বাদ দেওয়ার পেছনে যে কারণগুলো এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রীর আট ঘণ্টা কাজের দাবি। কিন্তু নায়িকার এই শর্তে রাজি হননি নির্মাতা। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—‘কল্কি টু’ থেকেও বাদ পড়তে চলেছেন দীপিকা। বাদ পড়ার খবরে দীপিকা যখন খবরের শিরোনাম, তখন নতুন সিনেমার খবর দিয়ে চমক দিলেন তিনি। দক্ষিণী নির্মাতা অ্যাটলির পরবর্তী সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

গতকাল শনিবার সিনেমার প্রযোজনা সংস্থা এক ভিডিওর মাধ্যমে দীপিকার যুক্ত হওয়ার বিষয়টি ঘোষণা করেছে। দীপিকাকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কুইন বিজয়ের জন্য মার্চ করছেন, জাহাজে স্বাগতম।’ ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে দীপিকাকে সিনেমার চিত্রনাট্য বর্ণনা করার মাধ্যমে। অ্যাটলির কথা মনোযোগ দিয়ে শুনছেন দীপিকা। একসময় তাঁকে আনন্দে হাততালি দিতে এবং নির্মাতার সঙ্গে থাম্বস-আপ করতে দেখা যায়। শেষে দুজনে হাত মেলানোর মাধ্যমে কথোপকথন শেষ করেন। এরপর দীপিকাকে তাঁর ভিএফএক্স অংশের চিত্রগ্রহণ করতে দেখা যায়। কালো বডিস্যুট পরে তিনি একটি অ্যাকশন করছেন। অন্য আরেকটি দৃশ্যে অভিনেত্রীকে একটি ভিএফএক্স ঘোড়ার ওপর বসে থাকতে দেখা যায়।

নতুন সিনেমার রিহার্সালে দীপিকা। ছবি: সংগৃহীত

এর আগে অ্যাটলিও পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা। তাই তো অভিনেত্রীকে নিয়ে কথা বলার সময় নির্মাতার মুখে উঠে এল সেই সিনেমার নাম। দীপিকা প্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘দীপিকা পাড়ুকোনের সঙ্গে “জওয়ান” সিনেমায় কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। একা কাঁধে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার অভিনয়দক্ষতা ও ক্ষমতা তাঁর রয়েছে। আল্লু অর্জুনের সঙ্গে তাঁর কোলাবরেশনে ফিল্মমেকার হিসেবে অবিস্মরণীয় কিছু তৈরি করার স্বপ্ন বুনছি।’

চলতি বছরের শেষ থেকে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, পুনর্জন্মের কাহিনি দেখা যাবে গল্পে। এখন চলছে চিত্রনাট্যের কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ