সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।