হোম > বিনোদন > বলিউড

অসুস্থ মায়ের পাশে থাকতে দুই মাসের জন্য মুম্বাই ছাড়লেন আমির

মুম্বাই ছাড়ছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী কয়েক মাস দক্ষিণ ভারতে থাকার জন্য মুম্বাই ছাড়ছেন এই অভিনেতা।

শুটিং কিংবা ব্যবসার কাজে মুম্বাই ছাড়ছেন না আমির। তিনি চেন্নাই যাচ্ছেন মূলত মায়ের জন্য। অভিনেতার মা জিনাত হুসাইন গত কয়েক দিন ধরে অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য আগামী দুই মাস দক্ষিণ ভারতে থাকবেন অভিনেতা।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা জিনাতের চিকিৎসাকেন্দ্রের কাছাকাছি হোটেল ভাড়া করে থাকবেন। যাতে মায়ের সম্পূর্ণ দেখভাল করতে পারেন, সেই ব্যবস্থাই করেছেন অভিনেতা।

উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয় আলোচনা।

এরপর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর সঙ্গে আলাপচারিতায় আমির জানান, ২০০৭ সালে নির্মিত ‘তারে জামিন পার’-এর অনুপ্রেরণাতেই এবার তিনি তৈরি করবেন ‘সিতারে জামিন পার’।

তবে এই সিনেমার পরিচালকের আসনে নিজেই থাকবেন কি না, তা অবশ্য খোলসা করেননি অভিনেতা। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতিই ঘোষণা করেছেন তাঁর নতুন প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭ ’। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা