হোম > বিনোদন > বলিউড

ফিল্মফেয়ার মাতালো আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

গতকাল অনুষ্ঠিত হয়েছে ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ছিল জয়জয়কার। সর্বোচ্চ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’ এবং বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাজিমাত করল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ফিল্মফেয়ারে সেরা সিনেমা থেকে শুরু করে সিনেমাটির জন্য সেরা পরিচালকের খেতাবও জিতে নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন শীতল ইকবাল শর্মা। এ ছাড়া সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা কোরিওগ্রাফি, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা ডায়ালগ এবং আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর মিউজিক ট্যালেন্টের পুরস্কারও জিতে নিয়েছে গাঙ্গুবাই।

এবারের ফিল্মফেয়ারে ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রাজকুমার রাও। এই সিনেমার জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ ছবিটির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেডনেকর ও টাবু। টাবু ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার জন্য এই পুরস্কার পান। অন্যদিকে ভূমি ‘বাধাই দো’ সিনেমার জন্য পুরস্কারটি জেতেন। এই সিনেমা সমালোচকদের বিচারে ‘সেরা সিনেমার’ খেতাব জেতে। ‘বধ’ সিনেমার জন্য অভিনেতা সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান।

উল্লেখ্য, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ