হোম > বিনোদন > বলিউড

১৪ বছর পর কলকাতায় সালমান খান

দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার কলকাতা সফরে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় পৌঁছে প্রথমেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, আগামীকাল শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন বলিউডের একঝাঁক তারকা। এর মধ্যে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরও অনেক তারকা। তাই তো ইতিমধ্যেই কলকাতায় পড়ে গেছে সাজসাজ রব।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে সালমানের শো-এর। যার মূল্য আকাশচুম্বী। সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সব থেকে কম দামের টিকিটের মূল্য ৬৯৯ রুপি। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে খরচ করতে হবে ১৫০০ রুপি। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ রুপিতে।

বসতে পারবেন ২৫০০ রুপির ওপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ রুপি, সুলতান জোন ৬০০০ রুপি, ওয়ান্টেড জোন ৬০০০ রুপি, রেডি জোন ১২ হাজার রুপি এবং দাবাং জোন ৬০ হাজার রুপি। দাবাং জোনে ৬০ হাজার রুপিতে এন্ট্রি রয়েছে দুজনের।

রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ রুপি, গোল্ড লাউঞ্জ ২ লাখ রুপি আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ রুপি। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।

এর আগে কলকাতা সফর প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওই দিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে।’

কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র