হৃতিক রোশনের প্রশংসায় পঞ্চমুখ আর মাধবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন যে, তিনি সবধরনের ছবিতে অভিনয় করতে চান। ঠিক হৃতিক রোশন যেমন ভার্সেটাইল অভিনেতা, তেমনই। এমনকী, ‘সুপার ৩০’ অভিনেতার মতো শারীরিকভাবে ফিটও হতে চাইছেন মাধবন, যাতে কিনা বলিউডসুন্দরী ক্যাটরিনা কাইফের বিপরীতে হিরোর চরিত্রে অভিনয় করতে পারেন।
‘বিক্রম বেদা’ ছবিতে হৃতিক রোশনের লুক প্রকাশ হওয়ার পরেই মাধবন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা জানান, আমি বরাবরই হৃতিকের প্রশংসা করি। আমরা প্রায় একই সময়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলাম। আর ও দেখতে এখনও গ্রীক গডের মতোই। অ্যাকশন দৃশ্যেও চমৎকার। কিন্তু শুধু চাইলেই তো আমি আর এরকম সব ছবিতে অভিনয় করতে পারি না। ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে হলে আমাকে হৃতিকের মতো ফিট হতে হবে।
হৃতিকের সেই লুক দেখেই মাধবন বলেছিলেন, ‘আরে এই তো বেদা। আমি এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ হৃতিক রোশন।’