নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’