হোম > বিনোদন > বলিউড

‘ফাইটার’ সিনেমার ফার্স্ট লুক, পাইলট রূপে ধরা দিলেন হৃতিক-দীপিকা

প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঠান খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির নাম ‘ফাইটার’। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।

গতকাল মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম ঝলক। দীপিকা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন মোশন পোস্টারটি। এর আগে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ সিনেমার পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪।’

মোশন পোস্টারটি শুরু হয় রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে উন্মোচিত হয় হৃতিক রোশনের লুক। পাইলট জি-স্যুট ও গ্লাভসে বিমানের পাইলটের লুকে ধরা দেন হৃতিক। এরপর দীপিকাকেও ইউনিফর্ম পরে রানওয়ে ধরে আসতে দেখা যায়। সেখানে এক ঝলক দেখা মেলে অনিল কাপুরেরও।

হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, অক্ষয় ওবেরয় এবং করণ সিং গ্রোভারের মতো অভিনেতাদের।

‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃতিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা। এ সিনেমার চরিত্র রাজবীর ও কবীরের থেকে আলাদা বলে জানান পরিচালক। এখন অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমা মুক্তির অপেক্ষায় দর্শক।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ