হোম > বিনোদন > বলিউড

মাকে নিয়ে মানুষি ছিল্লারের মন জয় করা উক্তি 

২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরে সেরার মুকুট জেতেন ভারতীয় সুন্দরী মানুষি ছিল্লার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল চীনের সানাইয়া সিটি এরেনায়। এই জয়ের পরই বিশ্বে তাঁর সৌন্দর্য নিয়ে আলোচনার চর্চা হয়ে দাঁড়ায়।

তবে তাঁর এই মিস ওয়ার্ল্ড হওয়া খুব সহজ ছিল না। প্রতিযোগিতার শেষে তাঁকে কঠিন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে ভারতীয় এই কন্যা খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটির উত্তর দিয়েছিল। হৃদয় থেকেও দেওয়া উত্তরে, সাফল্য তাঁকে কাছে না এসে পারেনি।

সেই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মানুষির কাছে প্রশ্ন রাখা হয় বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক কার পাওয়া উচিত? মানুষি বিচারকদের এই প্রশ্নের উত্তর যা বলেছিল, তাতে শুধু বিচারক নয় দর্শকেরাও অবাক হয়ে গিয়েছিলেন।

বিচারকদের প্রশ্নের উত্তরে মানুষি বলেন, বিশ্বে একজন মায়ের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ হিসেবে তিনি বলেন, মা এমন একজন মানুষ যিনি তাঁর সন্তানদের জন্য নির্দ্বিধায় সমস্ত কিছু ত্যাগ করেন। আর এই উত্তর বিচারকদের মন জয় করে নেয় এবং তাঁর জয়ের পথ উন্মুক্ত হয়।

মানুষির উত্তরের পর বিচারক থেকে উপস্থিত দর্শক, সবার ছিল একই মন্তব্য—মানুষি শুধু সুন্দরী নন, বুদ্ধিমতীও বটে।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের