হোম > বিনোদন > বলিউড

কমল হাসানের সেটে এসেছিলেন রানী

কমল হাসানের শুটিং সেটে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৯৭ সালে ‘মরুধানায়গম’ নামের একটি সিনেমা বানাচ্ছিলেন কমল। যা তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী মরুধানায়গমকে নিয়ে। ১৬ অক্টোবর ১৯৯৭ এমজিআর ফিল্মসিটিতে এই সিনেমার প্রিমিয়ার হয়। আর তাতে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রানি। আর সেখানেই সিনেমার সেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। কমল হাসানের তখনকার স্ত্রী সারিকা রানিকে অভ্যর্থনা জানান তিলক পরিয়ে, গলায় মালা দিয়ে। শোনা যায় প্রায় ২০ মিনিট সেটে ছিলেন তিনি। এমনকী সেই সিনেমার একটা যুদ্ধের দৃশ্যেও ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তখনকার সময়েই ১.৫ কোটি রুপি খরচ করা হয়েছিল ওই যুদ্ধের দৃশ্যের পিছনে।

সিনেমার প্রিমিয়ারে রানির সঙ্গে হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম কারুনানিধি, এস জয়পাল রেড্ডির মতো রাজনীতিবীদরা ছিলেন। আর সেখানে এক ভাষণে করুণানিধি নিজের বক্তব্যে বলেন কীভাবে ব্রিটিশরা ঝুলিয়ে মেরেছিল মরুধানায়গমকে। তবে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল তা নিয়ে। প্রশ্ন উঠেছিল, কেন ব্রিটিশদের আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি সিনেমার সেটে।

সিনেমার বাজেট ছিল ২০০ মিলিয়ান ডলার। টাকার সমস্যার কারণে এই ছবির কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল কমল হাসানকে। দ্বিতীয় এলিজাবেথের সেই ফুটেজ দেখার সুযোগই পেল না দর্শক।  

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ