হোম > বিনোদন > বলিউড

রাম চরিত্রে অভিনয়ের জন্য অ্যালকোহল, সিগারেট ও মাংস ছাড়ছেন রণবীর

প্রভাস-কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’-এর ব্যবসায়িক ব্যর্থতার পর পরিচালক নীতেশ তিওয়ারি ভেবেইছিলেন তাঁর রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি টানবেন। এমনকি তিনি তেমনটাই জানিয়েছিলেন রণবীর কাপুরকেও। তবে এবার ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডে জানিয়েছে, বড় পর্দায় ‘রামায়ণ’ আনতে যাচ্ছেন নীতেশ। আর পরিকল্পনা অনুযায়ীই ‘রামায়ণ’-এর রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করতে যাচ্ছেন রণবীর। রামের চরিত্রে অভিনয়ের জন্য অ্যালকোহল, সিগারেট ও মাংস ছাড়ছেন তিনি। এমনকি এর জন্য বিশেষ ধ্যানও শুরু করছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের