হোম > বিনোদন > বলিউড

হরর কমেডিতে একসঙ্গে রিতেশ-সোনাক্ষী

জুটি বাঁধতে চলেছেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। মারাঠি পরিচালক আদিত্যের পরবর্তী হিন্দি সিনেমায় একসঙ্গে দেখা যাবে রিতেশ-সোনাক্ষীকে।

অনেক দিন ধরেই মারাঠি সিনেমা পরিচালনা করছেন আদিত্য। এখন হিন্দি সিনেমায়ও ধীরে ধীরে পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য তৈরি।

আদিত্যের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জ্যা’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এই হরর কমেডি সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বড় তারকা না থাকার পরও প্রথম দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

রিতেশ-সোনাক্ষীকে নিয়ে যে সিনেমার কাজ শুরু করতে চলেছেন আদিত্য, সেটিও একটি হরর কমেডি ঘরানার। সিনেমাটির শিরোনাম ‘কাকুড়া’। লোকগাথা অবলম্বন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন চিরাগ গর্গ ও অবিনাশ দ্বিবেদী। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।

শোনা যাচ্ছে, কোনো গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হবে এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি। এর আগেও আদিত্যর সঙ্গে মারাঠি সিনেমা ‘মৌলি’তে কাজ করেছেন রিতেশ।

‘কাকুড়া’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। পূজার আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। তবে কোন প্ল্যাটফরমে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ