হোম > বিনোদন > বলিউড

‘পাঠান’ বিরোধিতা: ভারতের হিন্দুত্ববাদীদের সঙ্গে সুর মেলাল কট্টর মুসলিম সংগঠন 

মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিরোধিতা বাড়ছেই। ওই চলচ্চিত্রে অশ্লীলতার এবং গেরুয়া পোশাক ব্যবহারের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তির পর এবার এক কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে পাঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

মধ্যপ্রদেশের দ্য উলামা বোর্ডের পক্ষ থেকে ভারতজুড়ে ‘পাঠান’ সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের সভাপতি সৈয়দ আনাস আলি বলেছেন, ‘সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধুমাত্র মধ্যপ্রদেশে নয় এই ছবি পুরো ভারতেই কোথাও মুক্তি দিতে দেব না।’

‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত পাঠানরা। শুধু পাঠানদের নয়, এই ছবিতে পুরো মুসলিম সম্প্রদায়ের মানহানি করা হয়েছে। সিনেমাটির নাম পাঠান, কিন্তু এতে নারীদের অশ্লীল নৃত্য করতে দেখা গেছে। এখানে পাঠানদের ভুলভাবে তুলে ধরা হয়েছে।’

নির্মাতাদেরকে চলচ্চিত্রটির শিরোনাম ও প্রধান চরিত্র শাহরুখ খানকে ‘চরিত্রের’ নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে এই সিনেমা আমরা ভারতে মুক্তি দিতে দেব না। প্রয়োজনে আইনি লড়াই করব এবং অভিযোগ দায়ের করব। 

সিনেমাটির মুক্তি ঠেকাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়ে উলামা বোর্ডের সভাপতি বলে বলেন ‘এই বিষয়ে আমরা সেন্সর বোর্ডে লেখার সিদ্ধান্ত নিয়েছি।’

সিনেমার গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র। টুইটারে তিনি লিখেছিলেন, ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।’ 

চার বছর বিরতির পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত পাঠান সিনেমাটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো