হোম > বিনোদন > বলিউড

যে কারণে একসময় আমিরের সঙ্গে কাজ করতে চাননি কাজল

বলিউডের সফল দুই অভিনেতা আমির খান ও কাজল। ব্যবসায়িক সফলতার সঙ্গে অভিনয়গুণ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাদের। তবে ২০০০ সালে একটি সিনেমায় আমিরের বিপরীতে কাজ করতে চাননি কাজল। কেন কাজ করতে চাননি, প্রায় দুই যুগ পর ওই সিনেমার নির্মাতা বলিউড ধর্মেশ দর্শন তার ব্যাখ্যা দিয়েছেন।

ধর্মেশের পরিচালনায় ‘মেলা’ সিনেমায় কাজলকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় টুইঙ্কেল খান্নাকে কাস্ট করা হয়। কিন্তু কেন কাজল কাজটি করেননি তা নিয়ে এবার নির্মাতা কথা বলেছেন। 

ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বরাতে হিন্দুস্তান টাইমস তাঁর বক্তব্য তুলে ধরেছে। ধর্মেশ বলেন, আমির খানের একাধিকবার ‘টেক’ নেওয়ার বদনাম ছিল। সেই কারণে মেলায় তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলিউড অভিনেত্রী কাজল।

ধর্মেশ আরও বলেন, ‘আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্তভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন।’

উল্লেখ্য, এরপর ২০০৬ সালে জুটি বেঁধে আমিরের সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁদের অভিনীত ‘ফানা’ সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এর ১৬ বছর পর গতবছর ‘সালাম ভেঙ্কি’তে ফের একসঙ্গে পর্দায় দেখা গেছে তাঁদের। মুখ্য ভূমিকায় দেখা না গেলেও একটি ক্যামিও চরিত্রে সেখানে অভিনয় করেন আমির।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ