হোম > বিনোদন > বলিউড

এবার মিউজিক ভিডিওতে রিমি সেন

বলিউডের ‘ধুম’ ছবি দিয়ে দর্শকমনে চমক লাগানো অভিনেত্রী রিমি সেন দীর্ঘদিন পর কাজে ফিরছেন। তবে সিনেমায় নয়, তাঁকে দর্শকেরা দেখতে পাবেন একটি মিউজিক ভিডিওতে। নির্মাতা প্রেরণা অরোরার নির্দেশনায় এ মিউজিক ভিডিওর কাজ আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘ বিরতির পর দর্শকের মাঝে ফিরে আসার বিষয়ে তাঁর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। 

প্রতিবেদনে বলা হয়, সৃজনশীল কাজের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রিমি সেনের। সুযোগের অভাবে কাজ থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি প্রেরণা অরোরার সঙ্গে একটি কাজ করতে যাচ্ছেন বলে জানান তিনি। 

এ সম্পর্কে রিমি বলেন, আসন্ন মিউজিক ভিডিওটির নির্মাতা প্রেরণা অরোরা তাঁকে ভালো জানেন এবং বুঝতে পারেন। শুধুমাত্র প্রেরণার কারণে তিনি এই মিউজিক ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা প্রযোজনা করছিলেন বলে  সাক্ষাৎকারে উল্লেখ করেন। 

এদিকে, প্রেরণা অরোরা রিমি সেনের কাজ নিয়ে সমানভাবেই উচ্ছ্বসিত। প্রেরণা বলেন, ‘রিমি অত্যন্ত সুন্দর এবং প্রতিভাবান। রিমি এবং আমি একসঙ্গে খুব ভালোভাবে কাজ করছি। আমি শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না!’ 
 
২০১৫ সালে ‘বুধিয়া সিং’ নামে একটি ছবি প্রযোজনা করেন রিমি সেন। ছবিটি ওই বছর ভারতে জাতীয় পুরস্কার পেয়েছিল বলে জানান তিনি। সেই সঙ্গে ‘বুধিয়া সিংয়’-এর জন্য যে সাড়া তিনি পেয়েছেন তাতে বেশ সন্তুষ্ট ছিলেন বলে নিজের অভিমত দেন এ অভিনেত্রী।

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না