হোম > বিনোদন > বলিউড

ভাগ হয়ে গেল করণ জোহরের ধর্মা প্রোডাকশন

করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।

জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।

আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।

২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।

তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা