হোম > বিনোদন > বলিউড

ফের পেছাল ‘লাল সিং চাড্ডা’র মুক্তি

মিস্টার পারফেকশনিস্টের ‘লাল সিং চাড্ডা’ দেখবেন বলে অনেক দিন ধরেই দিন গুনছেন আমির-ভক্তরা। এরই মধ্যে একাধিকবার মুক্তির দিন পিছিয়েছে ছবিটির। ফের লাল সিং চাড্ডা-এর মুক্তির দিন পেছাল। সেই সঙ্গে নতুন মুক্তির দিন ঘোষণা করলেন ছবির কেন্দ্রীয় চরিত্র ও প্রযোজক আমির খান।

কিন্তু এপ্রিলে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও কেন পিছিয়ে এলেন মিস্টার পারফেকশনিস্ট? এমন প্রশ্নের উত্তর নিজেই জানালেন অভিনেতা। তাঁর ভাষ্য, পোস্ট প্রোডাকশনের কাজ এখনো অনেকটা বাকি। আগামী ১৪ এপ্রিলের মধ্যে তা শেষ করা সম্ভব নয়। আর সে কারণেই আবার লাল সিং চাড্ডা মুক্তির দিন পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। সেই সঙ্গে মুক্তির নতুন তারিখ জানালেন। চলতি বছর ১১ আগস্ট সিনেমা হলে আসবে লাল সিং চাড্ডা। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বারবার তারিখ পেছানোয় বেজায় বিরক্ত আমির-ভক্তরা। মঙ্গলবার ফের লাল সিং চাড্ডার মুক্তি পেছানোর খবর জানাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন আমির-ভক্তরা। কেউ কেউ তো আবার প্রশ্নও তুলেছেন, ‘আদৌ রিলিজ করবে তো?’ 

এদিকে ১৪ এপ্রিল আরেক বিগ বাজেট ছবি ‘কেজিএফ: চ্যাপটার ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। লাল সিং চাড্ডাও বড় বাজেটের ছবি। একই দিনে মুক্তি তারিখ ফেলার জন্য এর আগে অবশ্য ‘কেজিএফ’ নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আমির। এবার বক্স অফিস ধাক্কার সেই ঝুঁকি থেকেও রক্ষা হলো। তবে ১১ আগস্ট বাহুবলি তারকা প্রভাসের ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল। আমিরের সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়ানোর জন্য এবার তাঁরাও ছবি মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। এ জন্য সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন আমির।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো