হোম > বিনোদন > বলিউড

রণবীরের নগ্ন ছবি ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করেছে, থানায় অভিযোগ

পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো পোজ দিয়েছেন তিনি। আর সেসব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 

এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুজন ভারতীয়। তাঁরা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করেছে। বলিউড অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য সোমবার (২৫ জুলাই) মুম্বাই পুলিশের কাছে দুটি আবেদন করা হয়েছে। 

একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

পূর্ব মুম্বাই শহরতলির একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা এবং একজন নারী আইনজীবী চেম্বুর থানায় আলাদা আবেদন জমা দিয়েছেন। 

ওই এনজিও কর্মকর্তা বলেছেন, অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাঁর ছবির মাধ্যমে সাধারণ নারীদের শালীনতা বোধকে অপমান করেছেন। তিনি তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন। 

আর সাবেক সাংবাদিক ও বর্তমানে আইন পেশায় থাকা এক নারী আবেদনে নারীদের শালীনতা বোধকে অমর্যাদার অভিপ্রায়ের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলার আরজি জানিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা এ বিষয়ে সোমবার একটি এনজিওর সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এবং একজন নারী আইনজীবীর কাছ থেকে আবেদন পেয়েছি। এখনো পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। আমরা তদন্ত করছি।’ 

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র