হোম > বিনোদন > বলিউড

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

বিনোদন ডেস্ক

‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কাজল ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো আলোচিত সিনেমা। নতুন বছরে আবার পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন করণ জোহর। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত। বড় আয়োজনে নির্মিত হবে নতুন এই ফ্যামিলি ড্রামা। তার চেয়ে বড় খবর, এটি হতে চলেছে ২০০১ সালে মুক্তি পাওয়া কাভি খুশি কাভি গাম বা কেথ্রিজি-এর সিকুয়েল। এই পারিবারিক রোমান্টিক সিনেমা সেই সময় সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। বক্স অফিসেও তৈরি হয়েছিল বহু রেকর্ড। এত বছর পরেও কেথ্রিজি সিনেমার গান, সংলাপ ও চরিত্রগুলোকে মনে রেখেছে দর্শক।

জানা গেছে, এ বছরের মাঝামাঝি সময় থেকে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন করণ। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। এ পর্যন্ত করণ পরিচালিত সিনেমাগুলোর মধ্যে এটির জন্যই ধরা হয়েছে সর্বোচ্চ বাজেট। কাভি খুশি কাভি গাম সিনেমায় ছিল তারকা সমাবেশ। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর—একাধিক তারকার অভিনয় সমৃদ্ধ করেছিল এ সিনেমাকে। নতুন সিনেমায় এত সংখ্যক তারকা থাকবেন কি না, তা স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী, দুজন নায়ক ও দুজন নায়িকা থাকতে পারেন। তাঁদের কাস্টিংয়ের কাজও শিগগিরই শুরু হবে।

কাভি খুশি কাভি গাম ২-এর খবর প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে বেড়েছে উত্তেজনার পারদ। যদি সত্যিই সিনেমাটি তৈরি হয়, তবে সেটি আগের পর্বের মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের