হোম > বিনোদন > বলিউড

ঘনিষ্ঠ দৃশ্যে দীপিকা

বিয়ের পর পর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’ ছবি। এই ছবি থেকেই প্রযোজনায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর এবার দীপিকা আসছেন ওটিটিতে। শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।

সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। টিজারেই চমক দিল সিদ্ধান্ত ও দীপিকা জুটি। টিজারে দেখা মিলল, দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়ার ত্রিকোণ প্রেমের গল্প। ‘ককটেল’ ছবির পর ফের বিকিনি পরে নজর কাড়লেন দীপিকা। টিজারে দেখানো সিদ্ধান্ত ও দীপিকার কিসিং সিন নিয়েও চলছে বেশ আলোচনা।

এই ছবির টিজার শেয়ার করে দীপিকা লিখলেন, ‘অনেক দিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কথায় আছে, খুব ভাল কিছু হওয়ার জন্য, অপেক্ষা করতে হয়। সেটাই আমার সঙ্গে ঘটল। একটা ম্যাজিকের সঙ্গে যুক্ত হলাম…’

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। ছবির টিজার শেয়ার করে করণ জোহর লিখলেন, গভীর জলে ডুব দেওয়ার সময় এসেছে, জলের গভীর ঠিক কী থাকে, তা জেনে নেওয়ার সময় হয়েছে।’। ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে ‘গেহরাইয়া’। দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।

পরিচালক শকুন বাত্রা ‘এই ছবিটা আসলে, মানুষের সম্পর্কের গভীরে ঢুকে পড়ার একটা জার্নি, সম্পর্কের নানা শেডকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কেমনভাবে আমরা সম্পর্ক, আবেগের বেড়াজালে আটকে পড়ি, কেমনভাবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ,সিদ্ধান্ত আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই দেখানো হয়েছে এই ছবিতে।’

আগামী বছর জানুয়ারিতে আমাজনে দেখা যাবে  ‘গেহরাইয়া’।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং