হোম > বিনোদন > বলিউড

বাহুবলীর কাটাপ্পা এবার সালমানের ভিলেন

সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।

এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।

সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’

শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং