বাড়ছে ওমিক্রন আতঙ্ক। করোনার কারণে ভারতের দিল্লিতে আগেই তালাবন্ধ হয়েছে সিনেমা হল। মুম্বাই, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যেও শুরু হয়েছে কড়াকড়ি। একাধিক রাজ্যে রাতে কারফিউ দেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা থেকেই অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র শুটিং।
চলতি মাসের ১০ তারিখে ফিল্ম সিটিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে নিয়ে এই ছবির অনেকটা শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন করণ। সেইমতো বিরাট এক জাঁকজমক সেটও তৈরি করা হয়েছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা গেছে, গতকাল পর্যন্তও নাকি শেষ দফার প্রস্তুতি চলেছে এই সেটে। তবে মুম্বাইয়ে করোনা আক্রান্তের হার বাড়তে দেখে তড়িঘড়ি ‘রকি অউর রানি’র সবরকমের শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক-প্রযোজক করণ জোহর।
প্রশ্ন উঠেছে, ফের কবে শুরু হবে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র শুটিং? আপাতত সে বিষয়ে কেউই কিছু নিশ্চিত করে বলতে পারেননি।
ইতিমধ্যেই করোনা এবং ওমিক্রনের কারণে ‘জার্সি’,‘রাধে শ্যাম’,‘আর আর আর, ‘পৃথ্বিরাজ’ এর মতো বড় ছবির মুক্তির দিনক্ষণ ইতিমধ্যে পিছিয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে মুক্তির নতুন তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।