কত রকম ভক্তই তো হয়! কত রকম পাগলামি করে ভক্তরা প্রিয় তারকার জন্য! কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ‘ফ্যান ইনসিডেন্ট’-এর কাহিনি অনেকের চেয়েই আলাদা। যে কারণে এত বছর পরেও ওই ভক্তের কথা বেশ ভালোই মনে আছে অভিনেত্রীর।
প্রিয়াঙ্কা তখন মুম্বাইয়ে থাকেন। ক্লাস সিক্সে পড়ুয়া এক কিশোর ছিল অভিনেত্রীর ক্রেজি ফ্যান। দিনের পর দিন ওই কিশোর এসে দাঁড়িয়ে থাকত প্রিয়াঙ্কার বাসার সামনে।
সম্প্রতি ওই ভক্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াঙ্কা। মাত্রই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। এ ছবির প্রচারণার অংশ হিসেবে এক ব্রিটিশ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘ফ্যান ইনসিডেন্ট’ সম্পর্কে। সেখানেই ওই কিশোর ভক্তের কাহিনি উল্লেখ করেন অভিনেত্রী।
সেই ভক্তকে কী বলেছিলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা বলেন, ‘ও বলল, বড় হয়ে সে আমার মতো হতে চায়। আমার সঙ্গে সময় কাটাতে চায়। ওর মনে হয়েছিল, আমার সঙ্গে সময় কাটাতে ওর ভালো লাগবে। এটা আমার খুব ভালো লেগেছিল যে, সিনেমার পর্দায় বা টিভিতে আমাকে দেখে ওর মনে হয়েছে, আমি ওর ভালো বন্ধু হবো। তাই আমি ঠিক করলাম, ওর সঙ্গে বন্ধুত্বটা করেই ফেলি। এরপর আমি ওর বাবা-মাকে ফোন করে জানাই—ও আমার সঙ্গে আছে, একদম নিরাপদ আছে। ওকে স্কুলে ফেরত পাঠাই।’
তারপর থেকে ওই কিশোরের সঙ্গে প্রিয়াঙ্কার নিয়মিত যোগাযোগ ছিল। এ ঘটনা শেষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা হয়তো পাগলামিতে ভরা ফ্যান ইনসিডেন্ট নয়, তবে মিষ্টি একটা ঘটনা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’