হোম > বিনোদন > বলিউড

অজানা জায়গায় শাহরুখ-দীপিকা

শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে সুযোগ পান দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তাঁদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে বড়পর্দায়। ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

জানা যায়, ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করা হবে স্পেনে। স্পেনের অলিগলি দেখা যাবে এই সিনেমায়। এর পাশাপাশি ছবির একটি গানের শুটিং করা হবে ঐ দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও ছবির মধ্যে দিয়ে নানা অপরিচিত জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে। ইতিমধ্যেই স্পেন সরকারের থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম। 

২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, পাঠান ছবিতে কামব্যাক করছেন কিং খান। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ