বলিউডে কমবেশি আলোচনায় থাকেন নির্মাতা-প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর অতিথিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। সবশেষ অনুষ্ঠানের নতুন সিজনের একটি পর্বে অতিথি করলেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত দুই তারকা অক্ষয় কুমার ও সামান্থা রুথ প্রভুকে।
বোমা ফাটিয়েছেন সামান্থাও। করণকে বলেছেন, ‘লোকেদের সংসারের অশান্তির জন্য তুমিই দায়ী। সিনেমায় দেখাও কেথ্রিজি (কাভি খুশি কাভি গাম) আর বাস্তব হলো কেজিএফ। অভিনেত্রীর এই মন্তব্য শুনে লজ্জা পান সঞ্চালক করণ। আগামী বৃহস্পতিবার ‘কফি উইথ করণ’-এর এই মজার পর্বটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।