হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

দক্ষিণী অভিনেতা মোহনলালের রেকর্ড

বিনোদন ডেস্ক

মোহনলাল। ছবি: সংগৃহীত

দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।

গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।

প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।

টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।

বিয়ে করলেন জেফার ও রাফসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এপ্রিলে শুরু বিটিএসের সংগীতসফর

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’