হোম > বিনোদন

রেকর্ড গড়ল অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ব্যাচেলর পয়েন্টের নতুন ৮টি পর্ব একসঙ্গে মুক্তি দেওয়া হয়। বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, ওটিটিতে নতুন ইতিহাস গেড়েছে কাজল আরেফিন অমির ব্যাচেলর ‘পয়েন্ট সিজন ৫’। জনপ্রিয় এই ধারাবাহিকের নতুন পর্বগুলো দেখেছে ১০০টির বেশি দেশের বাংলা ভাষাভাষী দর্শকেরা। মুক্তির পর মাত্র ৩ দিনে ৩৫ লাখের বেশি পেইড ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম ডেটা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দর্শকেরা এখন পর্যন্ত আড়াই কোটি মিনিটের বেশি সময় নিয়ে নতুন সিজন উপভোগ করেছেন।

ব্যাচেলর পয়েন্টের এই সফলতা প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘ওটিটিতে এত পরিমাণ প্রি-বুক আগে কখনো হয়নি। ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড সৃষ্টি হলো, আর এসবই সম্ভব হয়েছে দর্শকের ভালোবাসার কারণে। ওটিটিতে টাকা দিয়ে এত মানুষ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দেখেছেন, এটা অবশ্যই আমাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর রেকর্ড ব্রেকিং সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। ব্যাচেলর পয়েন্টের ইতিহাসে এবারই প্রথমবার দর্শকেরা একসঙ্গে ৮টি নতুন পর্ব দেখার সুযোগ পেলেন। প্রচুর মানুষ বঙ্গতে কনটেন্টটি দেখছেন। ব্যাচেলর পয়েন্টের দর্শকদের জন্য আমাদের প্ল্যাটফর্মে ১২০ পর্বের স্পেশাল সিজন পাস-সহ আরও দুটি সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। সব প্যাকেজেই আমরা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি।’

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লামসহ অনেকে।

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে